Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

জন্ম নিবন্ধন রেজিস্টার

 

 

০৫ দহবন্দ ইউনিয়নপরিষদের জন্মনিবন্ধন এর ওয়ার্ড ভিত্তিক তালিকা

 

  ক্রমিকনং

ওয়ার্ড নং

 

পুরুষ

নারী

মোট

০১নং ওয়ার্ড

১৮০৬

১৭১৩

৩৫১৯

 

০২নং ওয়ার্ড

২৭১৭

২৫৬৭

৫২৮৪

০৩নং ওয়ার্ড

৩০৭৮

২৮৯১

৫৬৬৯

০৪নং ওয়ার্ড

২৯৩১

২৭৫৬

৫৬৮৭

০৫নং ওয়ার্ড

২৮০০

৩২২৭

৬০২৭

০৬নং ওয়ার্ড

২৯২৭

২৭৮৯

৫৭১৬

০৭নং ওয়ার্ড

২৬৭২

২৬৯১

৫৩৬৩

০৮নং ওয়ার্ড

১৪৭৮

১৩৩১

২৮০৯

০৯নং ওয়ার্ড

২৪৬৭

২২৯৫

৪৭৬২

 

অনলাইনে জন্ম নবন্ধন করতে/যাচাই করতে এই লিঙ্কে ক্লিক করুন  http://bris.lgd.gov.bd/pub

জন্ম নিবন্ধন কি

জন্ম নিবন্ধন হলো জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ (২০০৪ সনের২৯ নং আইন) এর আওতায় একজন মানুষের নাম, লিঙ্গ, জন্মের তারিখ ও স্থান, বাবা-মায়ের নাম, তাদের জাতীয়তা এবং স্থায়ী ঠিকানা নির্ধারিত নিবন্ধক কর্তৃক রেজিস্টারে লেখা বা কম্পিউটারে এন্ট্রি প্রদান এবং জন্ম সনদ প্রদান করা।

জন্ম নিবন্ধন কি কাজে লাগে

 

ব্যক্তির ক্ষেত্রে তাঁর পরিচিতি ও বয়সনির্ধারণের জন্য এবং রাষ্ট্রের ক্ষেত্রে পরিকল্পনা গ্রহণের জন্য জন্মনিবন্ধন জরুরী। ব্যক্তির চিকিৎসা সেবা গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, বিবাহ প্রভৃতি ক্ষেত্রে প্রকৃত বয়স জানা অপরিহার্য, আর এই অপরিহার্যতামিটাতেই প্রয়োজন জন্মের সঙ্গে সঙ্গে জন্ম নিবন্ধন সম্পন্নকরণ।৩১ডিসেম্বর ২০০৮ এর পর থেকে নিম্নোক্ত সেবাসমূহ পেতে হলে একজন নাগরিককে তাঁরজন্ম সনদ দেখানোর আইনগত বাধ্যবাধকতা আছে:

জন্ম ও মৃত্যু নিবন্ধনআইনমূলে:

(ক) পাসপোট ইস্যু;

(খ) বিবাহ নিবন্ধন;

(গ) শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্ত্তি;

(ঘ) সরকারী, বেসরকারী বা স্বায়ত্বশাসিত সংস্থায়নিয়োগদান;

(ঙ) ড্রাইভিং লাইসেন্স ইস্যু;

(চ) ভোটার তালিকা প্রণয়ন;

(ছ)জমি রেজিস্ট্রেশন;

জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালাসমূহমূলে:

(জ)ব্যাংক হিসাব খোলা;

(ঝ) আমদানী ও রপ্তানী লাইসেন্স প্রাপ্তি;

(ঞ)গ্যাস, পানি, টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি;

(ট) ট্যাক্সআইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) প্রাপ্তি;

(ঠ) ঠিকাদারী লাইসেন্সপ্রাপ্তি;

(ড) বাড়ির নক্সার অনুমোদন প্রাপ্তি;

(ঢ) গাড়িররেজিস্ট্রেশন প্রাপ্তি;

(ণ) ট্রেড লাইসেন্স প্রাপ্তি ও

(ত) জাতীয়পরিচয়পত্র প্রাপ্তি।

 

 

 

জন্ম তথ্য প্রদানকারী

 

শিশুর পিতা বা মাতা বা অভিভাবক শিশুর জন্মের৪৫ দিনের মধ্যে জন্ম সংক্রান্ত তথ্য নিবন্ধকের নিকট প্রদানের জন্য দায়ীথাকবেন।

 

এছাড়া নিম্নবর্ণিত ব্যক্তিগণ কোন ব্যক্তির জন্ম নিবন্ধনেরজন্য নিবন্ধকের নিকট তথ্য প্রেরণ করতে পারবেন:

ইউনিয়ন পরিষদেরসদস্য, এবং সচিব;

গ্রাম পুলিশ;

সিটি কর্পোরেশন বাপৌরসভার কাউন্সিলর;

ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন অথবাক্যান্টনমেন্ট এলাকায় নিয়োজিত স্বাস্থ্যকর্মী ও পরিবার কল্যাণকর্মী;

স্বাস্থ্যও পরিবার কল্যাণ সেক্টরে নিয়োজিত বেসরকারী প্রতিষ্ঠানের (এনজিও) মাঠকর্মী;

কোন সরকারী বা বেসরকারী হাসপাতাল বা ক্লিনিক বা মাতৃসদন বা অন্য কোনপ্রতিষ্ঠানে জন্মগ্রহণের ক্ষেত্রে উহার দায়িত্বপ্রাপ্ত মেডিক্যাল অফিসারঅথবা ডাক্তার বা ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা;

নিবন্ধক কর্তৃকনিয়োজিত অন্য কোন কর্মকর্তা বা কর্মচারী;

জেলখানায় জন্মেরক্ষেত্রে জেল সুপার বা জেলার বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি;

পরিত্যক্ত শিশুর ক্ষেত্রে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা;

নির্ধারিত অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান।